খালেদা জিয়া কাল লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন। এ সফরের জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।
তিনি সফরে মোট ১৬ জনের একটি দলকে সঙ্গে নিয়ে যাবেন, যেখানে রয়েছেন চিকিৎসক, পরিবারের সদস্য এবং পরিচর্যাকারী। খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
সূত্র মতে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা। সম্প্রতি যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা ঢাকা এসে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন।
এছাড়া, ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা কিছুটা জটিল বলে জানানো হয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ