ভাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেডের জটিলতা সমাধান এবং এন.টি. পদ ধরে শতভাগ পদোন্নতির দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুল হক মাতুব্বর। সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সহ-সভাপতি সঞ্জয় কুমার দে, সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, মোঃ ইমরান হোসেন, শারমিন রহমান, লাবনী আক্তার, চম্পা আক্তার, পপি আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।
কর্মসূচিতে উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও জ্যেষ্ঠ শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনের পর শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা জানান, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এখনও তারা ১১তম গ্রেড থেকে বঞ্চিত রয়েছেন, যা শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেডের জটিলতা না সমাধান হওয়ায় বহু শিক্ষক দীর্ঘ কর্মজীবনেও যথাযথ সুবিধা পাচ্ছেন না।
শিক্ষকরা আরও উল্লেখ করেন, এন.টি. পদ ধরে শতভাগ পদোন্নতি নিশ্চিত না হওয়ায় তাদের ক্যারিয়ারে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক সমাজের মনোবল কমে যাচ্ছে এবং দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষা আরও মানসম্মত, কার্যকর ও যুগোপযোগী হবে। এ সময় বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ