ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 6, 2025 - 14:27
 0  6
ফরিদপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদপুর ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস পিএএ, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক এবং ফরিদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক এম এ সামাদ এবং ফরিদপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. শেখ আব্দুস ছামাদ।

বক্তারা ২০০৩ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর ফাউন্ডেশনের নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের আগামী দিনে দেশ গঠন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালে জিপিএ–৫ প্রাপ্ত ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow