আশুলিয়ায় ঢাকা জেলা ওলামা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Dec 6, 2025 - 15:11
 0  21
আশুলিয়ায় ঢাকা জেলা ওলামা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ঢাকা জেলা ওলামা দলের আহবায়ক এইচ এম মাসুদ রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

দলটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব মো: রবিউল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি নেতা শরীফুল আলম,  আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন, সাবেক ছাত্রদল নেতা মো: ওসমান গণী, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম ফকির, মাওলানা আবু সাইদ, মো: সেলিম ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ প্রমূখ। 

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow