আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: 'ছোট মাছ' রবি ঘোষ গ্রেপ্তার, 'রাঘব বোয়াল'রা অধরা
মাদকের বিশাল সিন্ডিকেটের জালে আটকা পড়েছে এক 'চুনোপুঁটি', কিন্তু নেপথ্যের 'রাঘব বোয়াল'রা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে রবি ঘোষ নামের এক যুবককে গ্রেপ্তারের পর ঠিক এমনই মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। রবি ঘোষের মতো বাহকরা আটক হলেও যারা এই অবৈধ ব্যবসার কলকাঠি নাড়ছে, সেই প্রভাবশালী মূল হোতারা অধরা থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাজের এই ক্যান্সার নির্মূলে মাদক সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার জোর দাবি জানিয়েছে সুশীল সমাজ।
স্থানীয়দের অভিযোগ, রবি ঘোষ এই মাদক চক্রের একটি ক্ষুদ্র অংশ মাত্র। পর্দার আড়ালে থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাদের মতো তরুণদের ব্যবহার করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রবি ঘোষের গ্রেপ্তারকে তাই অনেকে 'আইওয়াশ' হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে এমন হাজারো রবি ঘোষ তৈরি হবে এবং মাদকের বিস্তার রোধ করা অসম্ভব হয়ে পড়বে।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক সিকদার। তিনি বলেন, "শুধু বাহকদের ধরে সমস্যার সমাধান হবে না। আমাদের দেখতে হবে এই তরুণদের হাতে মাদক তুলে দিচ্ছে কারা, কারা তাদের ব্যবহার করছে। যতক্ষণ পর্যন্ত এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না যাবে, ততক্ষণ এই বিষাক্ত ব্যবসা চলতেই থাকবে।" তিনি আরও যোগ করেন, "প্রশাসনকে যেকোনো রাজনৈতিক বা সামাজিক চাপ উপেক্ষা করে কঠোর হতে হবে। এই রাঘব বোয়ালদের খুঁজে বের করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে।"
এদিকে, জনগণের উদ্বেগের বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম দৃঢ় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, "গ্রেপ্তারকৃত রবি ঘোষকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটি বড় মাদক সিন্ডিকেটকে চিহ্নিত করার পথে অনেকটাই এগিয়েছি। আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা ধরে খুব দ্রুতই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।" তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "আমরা আশা করছি, খুব শীঘ্রই এই ব্যবসার মূল হোতাদের জালে ফেলা সম্ভব হবে। আলফাডাঙ্গাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"
রবি ঘোষের গ্রেপ্তার আলফাডাঙ্গার সাধারণ মানুষের মনে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। একদিকে মাদক কারবারি আটকের খবরে সামান্য স্বস্তি মিললেও, নেপথ্যের নায়করা ধরা না পড়ায় তাদের উদ্বেগ কমছে না। প্রশাসনের আশ্বাসে আস্থা রাখতে চায় আলফাডাঙ্গাবাসী, তবে তাদের চোখ থাকবে মাঠের বাস্তবতার দিকে—কবে সত্যিই জালে পড়বে সেইসব 'রাঘব বোয়াল'রা।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ