নারীদের সম্পৃক্ততা ছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সম্ভব নয় — অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 19, 2025 - 07:33
 0  1
নারীদের সম্পৃক্ততা ছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সম্ভব নয় — অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের নেতৃত্ব ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে এবং কাজ করার সুযোগ করে দিতে হবে। বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা। বিএনপির আন্দোলন-সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ দলকে শুধু শক্তিশালীই করবে না, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দলকে সুসংগঠিত করা ও জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেক নারী। তাই নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন, সংগ্রাম বা উন্নয়ন সম্ভব নয়। সঠিক মূল্যায়ন ও অংশগ্রহণের মাধ্যমেই দেশের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হবে।”

অধ্যক্ষ আলমগীর হোসেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ টেনে বলেন, “তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকারের পতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তিনি নারীদের প্রতিটি অঙ্গনে সম্পৃক্ত করে আন্দোলন-সংগ্রামে এগিয়ে এনেছিলেন। যার ফলে আজ নারী সমাজ অনেক দূর এগিয়ে গেছে। ভবিষ্যতেও নারীদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুযোগ দিলে তারা দেশ ও দলকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুগম করবে।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ.এম. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা বেগম, সিনিয়র সহ-সভাপতি মিসেস তামান্না জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow