শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম দিনের খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর প্রথম রাউন্ডের ৭ম দিনের খেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ কালাম মিয়া। সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সায়েম ইকবাল বুখারী মোল্লা।
বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ রহমত আলীর কফিল, সৌদি নাগরিক মোঃ রাকান শামরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোঃ হামদু মিয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য মোঃ মানিক সরকার, পত্তন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলফু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাঈদ খোকন, সাবেক সহ-সভাপতি তিতুমীর কলেজ ছাত্রদলের মোঃ সুলাইমান হোসেন, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়া, রমনা থানা বিএনপির নেতা মোঃ নান্নু মিয়া, সৌদি প্রবাসী ব্যবসায়ী মোঃ আলী হোসেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাহার ইসলাম, পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনু খাঁ, ছাত্রদলের সভাপতি মোঃ ইকবাল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মীর তানভীর আহমেদ, তাঁতিদলের নেতা মোঃ মোশারফ হোসেন মুসা, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ কামাল মিয়া, যুবদল নেতা মোঃ অলিউল্লাহসহ আরও অনেকে।
হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ খেলায় আজমপুর ফুটবল একাদশ ৬-১ গোলের ব্যবধানে ফারেঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে চমকপ্রদ জয় অর্জন করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ আলম বাবু।
খেলা শেষে অতিথিরা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদকমুক্ত, স্বাস্থ্যসচেতন ও সুশৃঙ্খল জীবনের পথে পরিচালিত করে। এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে এবং সমাজে সম্প্রীতি গড়ে তোলে।
তারা আরও বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে তা যেন কখনো বিশৃঙ্খলার জন্ম না দেয়। রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়া খেলোয়াড়সুলভ আচরণের প্রতিফলন।
What's Your Reaction?






