বিজয়নগরে গুদামে বিজিবির হানা, ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Jul 3, 2025 - 19:42
 0  2
বিজয়নগরে গুদামে বিজিবির হানা, ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি বিশেষ দল আউলিয়া বাজারের একটি গুদামে অভিযান চালায়। গুদামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় পোশাক ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১৫টি শাড়ি, ১৩২টি থ্রি-পিস, ৫টি লেহেঙ্গা, ২৬৭টি ওড়না, ১৬টি হুডি, ৯টি জ্যাকেট, ১৫টি চাদর, ৬৯টি গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ আরও বলেন, "সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" তিনি জানান, জব্দকৃত চোরাচালানী পণ্যগুলো প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে কাস্টমসে জমা দেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow