নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন—নাসিরনগর উপজেলার কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) এবং বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা অ্যাম্বুলেন্সে থাকা লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।
এমনকি ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠে। তবে পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মরদেহে আঘাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, “ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে এবং অন্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “মরদেহের নিচে কিছু লুকিয়ে রাখা হয়েছে কিনা—এ সন্দেহে ডাকাতরা মরদেহ নাড়াচাড়া করে থাকতে পারে। তবে মরদেহে সরাসরি আঘাতের কোনো প্রমাণ মেলেনি।”
What's Your Reaction?






