বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক জাকিউর রহমান

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি
May 25, 2025 - 00:03
 0  1
বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক অধ্যাপক জাকিউর রহমান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকিউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, আগামী ২৫ মে ২০২৫ থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক জাকিউর রহমান বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে গবেষণা, পাঠদান ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে ই-লার্নিং সেন্টারের কার্যক্রম আরও প্রযুক্তিনির্ভর, শিক্ষার্থীবান্ধব এবং দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিক দিকসমূহকে অন্তর্ভুক্ত করে পরিচালিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই নিয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow