আখাউড়ায় সিগন্যাল পোস্টের তার চুরি, ট্রেন পরিচালনায় বিঘ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তদন্তে জানা গেছে, কিছু সময়ের ব্যবধানে দুবার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরি হয়েছে। এতে ট্রেন পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের প্রায় প্রতিদিনই রেলওয়ের ক্যাবল চুরি হচ্ছে। এর আগের মাসে চুরি হয়েছে ট্রান্সফরমারও। সিগন্যাল পোস্টের এসব বিশেষ তার চুরি হওয়ায় ট্রেনের সংকেত ব্যবস্থা অচল হয়ে পড়ছে। ফলে স্টেশনে ট্রেনের আগমন ও প্রস্থান ব্যাহত হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেন পরিচালনায় সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন চালনা ও থামানোর জন্য লাল, সবুজ ও হলুদ সংকেত ব্যবহার হয়, আর এসব সংকেত নিয়ন্ত্রণে থাকে বিশেষ বৈদ্যুতিক তার। এখন চোরদের লক্ষ্যবস্তু হয়েছে এসব তারই।
ঢাকা–চট্টগ্রাম রুটের আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এবং আখাউড়া–সিলেট রুটের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরি হচ্ছে বলেও জানা গেছে।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, “সকালে স্টেশনে এসে জানতে পারি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের লাইনের তার চুরি হয়েছে। বর্তমানে ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।”
রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, “আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানানো হয়েছে। কত পরিমাণ তার চুরি হয়েছে তা যাচাই চলছে। নতুন তার স্থাপন করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, “আগেও চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের (সোমবার) ঘটনারও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ