ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Nov 5, 2025 - 12:06
 0  6
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ উপলক্ষে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে খিরাতলা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুক এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়। 

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন সাবেক বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ কামাল হোসেন এবং সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—  সাবেক সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমদ মেম্বার,  ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ,  স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আবু নাঈম,  শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া,  তাঁতি দলের সভাপতি মোঃ মোবারক হোসেন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাচ্চু কাজী,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন,  তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাছির ভূঁইয়া,  যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন মিয়া  সহ দুই শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন। 

বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জনগণের মূল্যবান ভোটে বিজয়ী হবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow