বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে দৌরাত্ম্য ফরিদপুরে

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 4, 2025 - 20:46
 0  17
বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমি দখলের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে দৌরাত্ম্য ফরিদপুরে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

এ ঘটনায় মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী মিয়ার পুত্র মো. আবুল বাশার মুন্সি (৫০) নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটকাহনিয়া মৌজার বি.এস খতিয়ান নং–১৭৫ ও ১৭৭ এবং দাগ নং–৬০৯ এর মোট ২৭ শতাংশ জমির মধ্যে প্রায় ১১ শতাংশ নাল জমি দীর্ঘ ৪৮ বছর ধরে আবুল বাশার মুন্সি ও তাঁর পরিবার ভোগদখল করে আসছেন।

ওই জমিতে তাঁরা বসতবাড়ি নির্মাণ, ফলজ ও বনজ গাছপালা রোপণসহ দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।

কিন্তু সম্প্রতি তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ রায়হান (৪৫), মাহাবুব মুন্সি (৩২) ও বিল্লাল মুন্সি (৪২) আদালতের নির্দেশ অমান্য করে ওই জমি দখলের চেষ্টা চালান। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে নগরকান্দা পিটিশন নং–৪৬৮/২০২৫ এর প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ওই আদেশে উভয় পক্ষকে বিরোধপূর্ণ স্থানে শান্তি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও দ্বিতীয় পক্ষ সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগকারী আবুল বাশার মুন্সি বলেন, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত ভোগদখল করেছেন। কিন্তু এখন চাচাতো ভাইয়েরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।

অন্যদিকে অভিযুক্ত মাহাবুব মুন্সি অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারও জমি দখল করিনি। এটি আমাদেরও পৈত্রিক সম্পত্তি এবং আমরা নিয়ম অনুযায়ী ব্যবহার করছি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ওই জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow