ভাঙ্গায় দুই সহস্রাধিক গরিব-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 1, 2025 - 17:57
 0  4
ভাঙ্গায় দুই সহস্রাধিক গরিব-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব অব ধানমন্ডি, ঢাকার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এই চিকিৎসা শিবিরে দুই সহস্রাধিক গরিব ও অসহায় মানুষ ছানিপড়া সহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতায় এবং লায়ন খন্দকার মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক গোলাম মরতুজা খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. নুরু মিয়া, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, আফজাল হোসেন খান, মাহবুবুর রহমান, নাসির হোসেন, মো. শাহ আলম প্রমুখ।

লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন লায়ন মো. বেলাল হোসেন, ডা. আসাদুজ্জামান, সৈয়দ নাসিম, কামরুল হোসেন ও এম. এম. বাশার।

সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলু বলেন, “চক্ষু চিকিৎসা সেবা প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মানবিক এই কর্মসূচির মাধ্যমে দুই হাজারের বেশি অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।”

অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল উপস্থিত হয়ে আয়োজকদের শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা ও কৃষক দলের সাধারণ সম্পাদক খন্দকার আবদুল সামাদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow