বেরোবিতে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জাম ও চেক বিতরণ করা হয়েছে। জার্মান রিটেইলার প্রতিষ্ঠান ‘কিক’-এর অর্থায়নে এবং জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্য ডিফারেন্স’ প্রকল্পের আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ ও চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে আরও উৎসাহিত হবে।” তিনি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস ও ‘কিক’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
What's Your Reaction?
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ