বরিশাল-১ আসনে নির্বাচনী পালে হাওয়া: বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Nov 4, 2025 - 20:20
 0  13
বরিশাল-১ আসনে নির্বাচনী পালে হাওয়া: বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন

সারাদেশের মতো বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এ আসনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে।

মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বপনের বাসায় ছুটে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। এসময় জহির উদ্দিন স্বপন দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অন্যদিকে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, এবং সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

মনোনয়ন না পেলেও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।”

উল্লেখ্য, গতকাল এক সংবাদ সম্মেলনে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow