আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান শিকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, মো. আবুল হোসেন মোল্লা, মো. এনায়েত খান (মনু), গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. বদরুজ্জামান সরলসহ অন্যান্য নেতাকর্মীরা।
পতাকা উত্তোলন শেষে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা বরিশাল জেলায় দলীয় কর্মসূচিতে যোগদান করেন।
What's Your Reaction?






