নুরুল হককে দেখতে হাসপাতালে গেলেন শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 2, 2025 - 07:25
 0  5
নুরুল হককে দেখতে হাসপাতালে গেলেন শামা ওবায়েদ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে দুপুর ২টার দিকে নুরুল হককে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসপাতাল থেকে বের হয়ে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, “নুরুল হক নুরের মতো আর কাউকে যাতে এভাবে অত্যাচারিত হতে না হয়, সে দাবি করছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। তাঁর মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow