পিরোজপুরে বিএনপিতে যুবলীগ নেতার ভাইপো

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Sep 2, 2025 - 07:32
 0  10
পিরোজপুরে বিএনপিতে যুবলীগ নেতার ভাইপো

পিরোজপুর জেলা বিএনপিতে অনুপ্রবেশকারী ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের পদ দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন দলের সিনিয়র নেতারা। বিশেষ করে, জেলা যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকের ভাইপোকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করায় দলের অভ্যন্তরে সমালোচনার ঝড় উঠেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এই বিষয়ে কঠোর বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, "যারা একসময় জি আই পাইপ হাতে নিয়ে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছিল, আজ তারাই বিএনপির পদে আসীন। এটি দলের জন্য অত্যন্ত দুঃখজনক।"

অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিলে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে রানা বলেন, "আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবকিছু জানেন, তাদের বিষয়ে তথ্যও রয়েছে। অথচ এরাই এখন দলীয় পদের জন্য প্রার্থী। বক্তৃতা দিয়ে নয়, কাজের মাধ্যমে দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে হবে।"

সভায় ক্ষোভ প্রকাশ করে তিনি পিরোজপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর নাম উল্লেখ করে বলেন, "যুবলীগ নেতার ভাইপো বিএনপিতে কেন আসবে? তাকে কেন কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো? এটা খুবই দুর্ভাগ্যজনক।"

শেখ রিয়াজ উদ্দিন রানা দলের ত্যাগী কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, "গত ১৭ বছর ধরে যারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারা আজও সুবিধা পাচ্ছে। অন্যদিকে যারা দলের জন্য আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল, অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হয়েছে, তাদের প্রাপ্য সম্মানটুকুও দেওয়া হচ্ছে না। মনে রাখতে হবে, ১৭ বছরের সংগ্রামী কর্মীরাই বিএনপিকে বাঁচিয়ে রাখবে, অন্য কেউ নয়।"

এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর প্রতি দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি টিপু ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এই বিষয়গুলো যদি দ্রুত সংশোধন না করা হয়, তাহলে এর বিরুদ্ধে আমি সর্বাত্মক অবস্থান গ্রহণ করব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow