মহম্মদপুরে স্বল্পমূল্যে ওএমএসের আটা বিক্রি শুরু, কেজি ২৪ টাকা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 2, 2025 - 13:29
 0  1
মহম্মদপুরে স্বল্পমূল্যে ওএমএসের আটা বিক্রি শুরু, কেজি ২৪ টাকা

মাগুরার মহম্মদপুর উপজেলায় খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে আটা বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারের এই উদ্যোগে প্রতি কেজি আটা মাত্র ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে।

সোমবার, ১ সেপ্টেম্বর সকালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শাহীনুর আক্তার বলেন, "দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের মানুষের কাছে সুলভ মূল্যে খাদ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে বর্তমান সরকার এই অনন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।"

তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় একজন ভোক্তা প্রতিদিন ২৪ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি আটা কিনতে পারবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনজুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাহামুদুন নবী ডাবলু, তথ্য আপা এমেলিয়া জামান সেতু, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, যুবনেতা বি এম রেজাউল হক এবং ওএমএস ডিলার মোঃ আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow