গৃহবধূ ময়না বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
May 4, 2025 - 20:24
 0  1
গৃহবধূ ময়না বেগম হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে প্রবাসী মানিক মিয়ার স্ত্রী গৃহবধূ ময়না বেগম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শনিবার (৩ মে) সন্ধ্যায় আয়োজিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করে ময়না বেগমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসী মানিক মিয়ার সৎ ভাই-বোনদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তারা একাধিকবার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। প্রবাসে থাকা অবস্থায় মানিক মিয়ার পরিবারকে বারবার নির্যাতনের শিকার হতে হয়।

নিহতের স্বামী মানিক মিয়া জানান, তিনি দেশে ফিরে এ বিষয়ে প্রতিবাদ করলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। এরপর ৭ এপ্রিল গভীর রাতে তার স্ত্রীর উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় তার ছেলে-মেয়েরাও হামলার শিকার হয়। হত্যার পর আসামিরা হুমকি দিয়ে জানায়, মামলা করলে সবাইকেও একই পরিণতির শিকার হতে হবে।

মানিক মিয়া এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ ও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা (নং-১৮, তারিখ: ৭/৪/২০২৫) দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন—শাহ আলম (৫৬), রুহুল আমিন (৩৫), মাহফুজ মিয়া (৪৮), রাব্বি মিয়া (৩৫), জুয়েল মিয়া (২০), টুনি বেগম (৪৩), ও রোজিনা বেগম (৩৩)।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, "এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা একবাক্যে দাবি জানান, “আমরা ময়না বেগম হত্যার বিচার চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য ঘটনার সাহস না পায়।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow