গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
May 4, 2025 - 20:29
 0  9
গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তনয় খান (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে পৌরসভার নওয়াপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তনয় খান ওই এলাকার মৃত সোহেল খান লিটনের একমাত্র পুত্র এবং আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, তনয় দুপুরে বাইসাইকেল চালিয়ে বাড়ির পাশের আসাদুজ্জামান তালুকদারের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি ফেরার সময় বাদশা তালুকদারের সেচপাম্পের বৈদ্যুতিক সংযোগের একটি তার, যা বাঁশের খুঁটি ভেঙে নিচে ঝুলে ছিল, সেটি তার শরীরে পেঁচিয়ে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশীষ কুমার রায় বলেন, “বাদশা তালুকদারের সেচ সংযোগের লোড সাইডের তারে শিশুটি জড়িয়ে প্রাণ হারিয়েছে। সংযোগে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। “নিহতের পরিবারের পক্ষ থেকে যেকোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow