নবীনগরে বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী লাঠি খেলা

কাউছার আহমদ, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 4, 2025 - 23:24
May 4, 2025 - 23:27
 0  1
নবীনগরে বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী লাঠি খেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঢাক-ঢোলের তালে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে উপজেলার চর গোসাইপুর পশ্চিমপাড়ায় এই খেলার আয়োজন করে চর গোসাইপুর বকসি বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।

লাঠি খেলাটি দেখতে নবীনগরের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত হন। ঢাক, ঢোল আর সানাইয়ের তালে তালে লাঠিয়ালরা নানা অঙ্গভঙ্গিতে নেচে নেচে লাঠির কসরত দেখান। কখনো প্রতিপক্ষের আঘাত ঠেকিয়ে পাল্টা আক্রমণ আবার কখনো কৌশলী ঘুরে দাঁড়ানোর দৃশ্য—সব মিলিয়ে দর্শকদের মাতিয়ে তোলে এই ঐতিহ্যবাহী খেলা। দর্শকদের করতালি ও উল্লাসে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার মাঠ।

লাঠি খেলায় অংশ নেয় কুড়িঘর গ্রামের লাঠিয়াল বাহিনী। আয়োজনটি পরিচালনা করেন আলমগীর হোসেন ও মকবুল হোসেন। সভাপতিত্ব করেন বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন বকসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বকসি, বড়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামিম খানসহ বকসি পরিবারের বিভিন্ন সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

লাঠি খেলার সরদার আব্দুল আহাদ বলেন, “আগে বাংলা বর্ষবরণ, বিবাহ, খাৎনা কিংবা চড়ক পূজায় লাঠি খেলা হতো। এখন সেই আয়োজন আর দেখা যায় না।”

আমন্ত্রিত অতিথিরা বলেন, এই খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম এতে অনাগ্রহী হওয়ায় খেলোয়াড়ের সংখ্যাও কমছে। তবে এখনো যারা খেলছেন, তাঁরা অভিজ্ঞতা দিয়ে চমৎকার খেলোয়াড়িত্ব দেখিয়েছেন। এই ধরনের আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে। তাই ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মত দেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow