ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাধিকা বাজার এলাকার 'মায়ের দোয়া' নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ওই ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এছাড়া দোকানে দৃশ্যমান কোনো মূল্য তালিকাও টাঙানো ছিল না।
ভোক্তা অধিকার বিরোধী এসব অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হেলাল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বেশি দামে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?
জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ