সালথায় পাঁচদিন পর ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jan 5, 2026 - 22:23
 0  5
সালথায় পাঁচদিন পর ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

‎ফরিদপুরের সালথা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর একটি ডোবা থেকে রুবি বেগম (৭৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রুবি বেগম গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত মোমরেজ মাতুব্বরের স্ত্রী।

‎সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামের একটি ডোবা থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

‎পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রুবি বেগম নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পরিবারকে জানায়। খবর পেয়ে স্বজনরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

‎নিহতের বড় ছেলে সাহিদ মাতুব্বর জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই অসংলগ্ন কথা বলতেন এবং একা একা বাড়ির বাইরে চলে যেতেন। এছাড়া চার বছর আগে তিনি স্ট্রোক করেছিলেন, এরপর থেকে শারীরিক ও মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন।

‎পরিবারের ধারণা, ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তিনি মারা যেতে পারেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow