ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন। তীব্র শীতের প্রকোপ থেকে সুবিধাবঞ্চিত মানুষকে সুরক্ষা দিতে সম্প্রতি উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়।
লংকাবাংলা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে এলাকার চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ফরিদপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস পারভেজ রানা, কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাসুদ মোল্লা এবং প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মদন গোপাল সাহা। এছাড়া অনুষ্ঠানে লংকাবাংলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন বিশ্বাস করে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ