৪০০ টাকা না দিলে মিলছে না বই: প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ
সারা দেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে যখন ‘বই উৎসব’ পালন করা হয়েছে, তখন নীলফামারীর জলঢাকা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের জন্য হাহাকার চলছে। উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের সাদুরবাজার রশিদপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই আটকে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, সরকারিভাবে বিনামূল্যে বই বিতরণের নির্দেশনা থাকলেও প্রধান শিক্ষক তা মানছেন না। তিনি স্কুল ড্রেস ও বই বাবদ শিক্ষার্থী প্রতি ৪০০ টাকা দাবি করছেন। টাকা না দিলে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন না। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়ছে এবং তাদের মনোবল ভেঙে যাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম পেশায় একজন কাপড় ব্যবসায়ী। শিক্ষকতার আড়ালে তিনি নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে শিক্ষার্থীদের নির্দিষ্ট দোকান বা প্রতিষ্ঠান থেকে কাপড় কিনতে বাধ্য করছেন, যা সরকারি নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
এলাকাবাসী জানান, ওই প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিভাবক ও স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ