সেফ ফুড ইন্ডাস্ট্রিতে অনিয়ম, ফরিদপুরে যৌথবাহিনীর হানা—জরিমানা ১ লাখ টাকা
অনুমোদনহীন পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার উপাদান ব্যবহারের অভিযোগে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত ‘সেফ ফুড ইন্ডাস্ট্রি’তে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিএসটিআই’র ইন্সপেক্টর, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, সেফ ফুড ইন্ডাস্ট্রি ৩-৪টি পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন করছে এবং ব্যবহার করছে তারিখোত্তীর্ণ ফ্লেভার উপাদান। এতে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হওয়ায় জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিশু খাদ্য ও অন্যান্য খাদ্য উৎপাদনে অনিয়ম বেড়েই চলেছে। এসব অনিয়ম রোধে সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত অভিযান পরিচালনা করছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ