সাইকেলে স্বপ্ন বয়ে চলা: রাজশাহীতে খেলনা বিক্রেতা ইমাম হাসানের জীবন সংগ্রাম

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jul 4, 2025 - 14:09
 0  0
সাইকেলে স্বপ্ন বয়ে চলা: রাজশাহীতে খেলনা বিক্রেতা ইমাম হাসানের জীবন সংগ্রাম

সাইকেলে করে রাজশাহীর পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বাচ্চাদের খেলনা বিক্রি করেন এক তরুণ—ইমাম হাসান। অদম্য এই তরুণের জীবনের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের জন্য।

নওগাঁ থেকে একদিন রাজশাহীতে আসেন ইমাম হাসান। হাতে সামান্য কিছু টাকা। কী করবেন, কোন পথে এগোবেন—সেই চিন্তায় বিভোর। দিনের পর দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হন—সাইকেলে করে বাচ্চাদের খেলনা বিক্রি করবেন।

একটা পুরনো সাইকেল কেনেন, সঙ্গে কিছু রঙিন খেলনা। এরপর প্রতিদিন সকালবেলা সাইকেল সাজিয়ে বেরিয়ে পড়েন শহরের একেকটি এলাকায়। শিশুদের জন্য পুতুল, গাড়ি, বল, বাঁশি, আর ছোট ছোট আকর্ষণীয় খেলনা বিক্রি করেন তিনি। নিজের মুখেই জানালেন, “সাইকেলটাই আমার দোকান। প্রতিদিন একেক এলাকায় যাই। দাম কম রাখি, জিনিস ভালো দেওয়ার চেষ্টা করি।”

ক্রেতারা সন্তুষ্ট থাকেন। বাচ্চারা হাসিমুখে খেলনা নিয়ে বাড়ি ফেরে। আর ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ইমামের। অনেকে তাকে স্রেফ এক বিক্রেতা ভাবলেও, তিনি আসলে একজন ক্ষুদ্র উদ্যোক্তা।

সততা আর পরিশ্রমকে পুঁজি করে এগিয়ে চলেছেন ইমাম। ভবিষ্যতে নিজস্ব একটি খেলনার দোকান গড়ার স্বপ্ন তার চোখে। তার কথায়, “ছোট থেকেই স্বপ্ন দেখি কিছু একটা করব নিজের মতো। চাই না কারো কাছে হাত পাততে।”

ইমাম হাসানের এ পথচলা নিছকই একটি গল্প নয়—এ যেন জীবনকে গড়ে তোলার এক শিক্ষণীয় অধ্যায়। তরুণ প্রজন্মের কাছে এটি হতে পারে আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow