আলফাডাঙ্গায় ধানক্ষেতে গিয়ে কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দিলেন ইউএনও ও কৃষি কর্মকর্তা

আধুনিপাতির সহজলভ্যতা নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ধানক্ষেতে গিয়ে সরাসরি কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে একে একে ১২৫ জন কৃষকের মাঝে এই অত্যাধুনিক স্প্রে মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের বাজারমূল্য আনুমানিক ১৬০০ টাকা। উপজেলা প্রশাসনের উদ্যোগ এবং কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়।
মেশিন পাওয়া গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের কৃষক দুলাল বলেন, "এই স্প্রে মেশিনটি আমাদের মতো কৃষকের জন্য বড় সহায়ক। ইউএনও স্যার ও কৃষি কর্মকর্তা সব সময় পাশে থাকেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সরকারের এ ধরনের সহযোগিতা আরও বেশি কৃষকের কাছে পৌঁছে যাক—এটাই আমাদের চাওয়া।"
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, “এই স্প্রে মেশিন কৃষি ও বাগানে নানা কাজের জন্য অপরিহার্য। কীটনাশক, তরল সার বা রোগ প্রতিরোধী উপাদান সঠিকভাবে ছিটাতে এটি খুবই কার্যকর। এতে ফসলের রোগ নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও সময় বাঁচে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “গ্রামীণ জনগণের ৯০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাই কৃষকদের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষককে সম্মান ও প্রাপ্য সহায়তা নিশ্চিত করতেই হবে।”
স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম আরও বিস্তৃত হোক—এই প্রত্যাশাই সকলের।
What's Your Reaction?






