হেফাজতের মহাসমাবেশ সফল করতে ফরিদপুরে লিফলেট বিতরণ

আগামী শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরে লিফলেট বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের চকবাজার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন জেলা হেফাজতে ইসলামের নির্বাহী সভাপতি শায়খুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতী কামরুজ্জামান, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা কবির হোসেন, মাওলানা আবুল হাসান, মাওলানা শামসুল হক ও মুফতী আরিফ বিল্লাসহ জেলা হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কুরআন বিরোধী’ প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, শাপলা চত্বরসহ বিভিন্ন সময় সংঘটিত ‘গণহত্যা’র বিচার, দেশে দায়ের করা ‘মিথ্যা মামলা’সমূহ প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে এই মহাসমাবেশ আহ্বান করা হয়েছে।
ফরিদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণের মাধ্যমে জেলার সর্বস্তরের মানুষকে ঢাকার সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।
What's Your Reaction?






