ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান বিতরণ

ফরিদপুরে জুলাই গনঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করতে ১০৩টি চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে, ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সোহেল রানা, কাজি রিয়াজ, সাইফ খান, নিরব ইমতিয়াজ শান্তসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, "জুলাই গনঅভ্যুত্থানে আহতরা দেশের স্বাধীনতার জন্য অমূল্য অবদান রেখেছেন। তাদের আত্মত্যাগকে স্মরণ রেখে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশের জনগণ এবং সরকার সবসময় তাদের পাশে থাকবে।"
এছাড়া, অনুষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে প্রত্যেক আহত যোদ্ধাকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
এতে অংশগ্রহণকারী অন্য আহতদের মধ্যে ছিলেন মোঃ শামসুল হক, কামরুজ্জামান ঈসা, আনিসুর রহমান মিয়া, মৌসুমী আক্তার মৌ, মোঃ শোয়েব আলী, রাকিব হোসেন, মোঃ চুন্নু শেখ, শেখ বিল্লাল হোসেন সহ অন্যান্য যোদ্ধারা।
What's Your Reaction?






