মাদক-বিরোধের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরের সালথায় মাদককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবকের পায়ের পাঁচটি আঙুলই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় এই পাশবিক ঘটনা ঘটে। গুরুতর আহত বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আহত বাচ্চু মাতুব্বর এবং অভিযুক্ত বাবলু মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন নিয়ে তীব্র বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে একটি মারধরের ঘটনার প্রতিশোধ নিতেই মঙ্গলবার রাতে বাবলু ধারালো চাপাতি নিয়ে বাচ্চুর ওপর ঝাঁপিয়ে পড়ে। অতর্কিত এই হামলায় বাচ্চুকে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। তার আর্তনাদে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এই বর্বরোচিত হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
What's Your Reaction?






