সদরপুরে কুরআন অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বৃহৎ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ আছর সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
সমাবেশের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোখতার হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী শারাফাত হুসাইন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন সমাবেশের আহ্বায়ক ও সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
বক্তারা অবিলম্বে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানান।
শান্তিপূর্ণ এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মাদরাসা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?






