ফরিদপুরের মধুখালীতে হাজী আব্দূর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে জমকালো নবীন বরণ

ফরিদপুরের মধুখালীতে হাজী আব্দূর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটার্স এপার্টমেন্ট লিমিটেডের কর্ণধার এবং বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুব-আল করিম, হিতৈষী সদস্য মো. আক্তার হোসেন মুন্সী, অভিভাবক সদস্য মো. দাউদ আলী মোল্লা এবং মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মো. শাহাদাৎ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চাঁদনী আক্তার ও নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় কলেজের পক্ষ থেকে।
অতিথিরা তাঁদের বক্তব্যে কলেজের সুনাম রক্ষার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করে তুলতে হবে।
What's Your Reaction?






