ফরিদপুরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে নগর সংকীর্তন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 17, 2025 - 15:13
 0  3
ফরিদপুরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে নগর সংকীর্তন অনুষ্ঠিত

বিশ্বে শান্তি ও মানবকল্যাণ কামনায় ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে নগর সংকীর্তন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) প্রাঙ্গণ থেকে এই নগর সংকীর্তনের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী শ্রীমৎ ভক্তি অদৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন বাংলাদেশ ও অধ্যক্ষ, ইসকন সিলেট। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শ্রী সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, ইসকন মন্দির ফরিদপুর; বাসুদেব উদ্ধারণ দাস অধিকারী, সহ-সভাপতি, ইসকন মন্দির ফরিদপুর; পঞ্চতত্ত্ব হরিদাস, সেক্রেটারি, স্কুল মন্দির ফরিদপুর এবং সর্বজ্ঞ গোবিন্দ দাস প্রমুখ।

সকালের মনোরম পরিবেশে ভক্তবৃন্দের অংশগ্রহণে নগর সংকীর্তনের শোভাযাত্রা ইসকন মন্দির থেকে শুরু হয়ে শোভারামপুর, শ্রীধাম শ্রীঅঙ্গন হয়ে গোয়ালচামট ১ নম্বর সড়কের দীপঙ্কর দত্তের বাসায় গিয়ে শেষ হয়।

সংকীর্তনের সময় ভক্তরা হরিনাম সংঙ্কীর্তনে মেতে ওঠেন। পুরো শহরজুড়ে ভেসে ওঠে ‘হরে কৃষ্ণ, হরে রাম’-এর ধ্বনি। ধর্মীয় অনুরাগে মুখরিত হয়ে ওঠে গোয়ালচামট ও আশপাশের এলাকা। আয়োজকরা জানান, এই নগর সংকীর্তনের মাধ্যমে বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow