চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 16, 2025 - 23:44
 0  1
চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত “চরভদ্রাসন উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ রোমাঞ্চকর খেলায় গাজীরটেক ইউনিয়ন একাদশ ২–০ গোলে চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলন করেন। পরে ইউএনও মনিরা খাতুন কিক মেরে খেলার উদ্বোধন ঘোষণা করেন।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল গাজীরটেক ইউনিয়ন। দলের তারকা ফুটবলার সেক আসলাম ও রাতুল মীরের দুর্দান্ত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। প্রথমার্ধেই গাজীরটেক ১–০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রাতুল মীরের অসাধারণ গোলের সুবাদে জয় নিশ্চিত হয় গাজীরটেক ইউনিয়নের। নির্ধারিত সময় শেষে ২–০ গোলের ব্যবধানে বিজয়ী হয় গাজীরটেক ইউনিয়ন একাদশ।

গাজীরটেক দলের নেতৃত্ব দেন অধিনায়ক আল আমিন, অপরদিকে চরহরিরামপুর ইউনিয়নের নেতৃত্বে ছিলেন শামীম।
অসাধারণ পারফরম্যান্সের জন্য গাজীরটেকের ১৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাতুল মীর ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. সাইফ দ্বোহা। সহকারী রেফারি ছিলেন হাসিবুল হাসান, মিরাজ হোসেন ও কামরুজ্জামান সৈকত। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোজাফ্ফর হোসেন জাফর ও সাজ্জাত হোসেন সাজু।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী ও চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান (বদু মৃধা)।

পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও হাজারো দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত চরভদ্রাসনের আকাশে দিনব্যাপী বইতে থাকে বিজয়ের আনন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow