বিজয়নগরে ১ জন আসামী গ্রেফতারসহ ৭৬ বোতল স্কফ উদ্ধার।

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Oct 16, 2025 - 23:38
 0  4
বিজয়নগরে ১ জন আসামী গ্রেফতারসহ ৭৬ বোতল স্কফ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত মেরাশানী সাকিনস্থ জিয়াউদ্দিন ফান্টুস এর বসত বাড়ির পাশে মেরাশানী সরকারী প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে একজন আসামী গ্রেফতারসহ  ৭৬ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। 

১৫ অক্টোবর বুধবার রাত অনুমান ৮ ঘটিকার সময় অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার নেতৃত্বে এএসআই শেখ সাদী সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া  বিজয়নগর থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী সাকিনস্থ জিয়াউদ্দিন ফান্টস এর বসত বাড়ির পাশে মেরাশানী সরকারী প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর ৭৬ বোতল স্কফ সিরাপ সহ ১জন মাদক কারবারি গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত আসামের নাম মোঃ নয়ন নজরুল (২০), পিতা- আলম, মাতা-রোকেয়া বেগম, সাং- মেয়াশানী, ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতার করতঃ সাক্ষীদের মোকাবেলায়  এস আই কুদ্দুস আলী উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক  আলামত জব্দ করেন।  

এছাড়াও পলাতক আসামীদের নাম ১ নং মোঃ জয় চৌধুরী (২৩), পিতা- ফারুক চৌধুরী, সাং-মেরাশানী, ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়গর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২ নং মোঃ রাকিবুল চৌধুরী (২২), পিতা- দুলাল চৌধুরী, সাং-মেয়াশানী (চৌধুরী বাড়ি), ইউপি-০৭নং সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব শহিদুল ইসলাম জানান, আসামে গনের বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow