ফরিদপুরের মধুখালীতে মেছরদিয়া মোড়ে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 17, 2025 - 15:16
 0  6
ফরিদপুরের মধুখালীতে মেছরদিয়া মোড়ে ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার মেছরদিয়া মোড়ে অবস্থিত মোঃ মোতাহার শেখ ফার্নিচার নামের একটি দোকানে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দোকানের মালিক মোতাহার শেখকে খবর দেন। পরে তিনি দ্রুত মধুখালী ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের অগ্নিকাণ্ডে যদি আমরা দ্রুত খবর পাই, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব।”

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow