চরমানাইরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি শহিদুল ইসলাম বাবুলের

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 18, 2025 - 10:33
 0  2
চরমানাইরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি শহিদুল ইসলাম বাবুলের

যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তবে আজ আমাদেরকে জেলখানায় থাকতে হতো—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি আরও বলেন, "আমি এমপি নির্বাচিত হই বা না হই, আমার দল বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপি সরকার গঠন করলে সদরপুরের সাথে চরমানাইরের যোগাযোগ স্থাপন করতে আড়িয়াল খাঁ নদীর উপর একটি সেতু নির্মাণ করবো। এছাড়া চরাঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো।"

শনিবার (১৭ মে) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন বিএনপির আয়োজনে চর আরিয়াল খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা।

এসময় আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্যা মো. জাওয়াদ, চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল হোসাইন মিয়া, প্রচার সম্পাদক কামরুল হাসান ফারুক, বিএনপি নেতা সম্রাট হোসেন, সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মো. নজরুল কবির, মশিউর রহমান মিঠু, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ জালাল সরদার ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা নাবিল মাহমুদ শান্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow