নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মনিয়ারী ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের মেম্বাররা অংশ নেন। তাদেরকে গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এটি জনগণের জন্য সহজলভ্য বিচার ব্যবস্থা নিশ্চিত করে এবং আদালতের চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে।”
প্রশিক্ষণে উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকরিতা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
What's Your Reaction?






