রাণীনগরে মা-হারা দুই শিশুকে ইউএনও’র আর্থিক সহায়তা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Sep 25, 2025 - 22:48
 0  4
রাণীনগরে মা-হারা দুই শিশুকে ইউএনও’র আর্থিক সহায়তা

নওগাঁর রাণীনগরে মা-হারা অসহায় দুই শিশু প্রীতম ও প্রিয়সীর হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এ সময় শিশুদের কাকা পলাশ প্রামানিক ও উপজেলা পরিষদের সিএ আনছার আলী উপস্থিত ছিলেন। সহায়তার চেক হাতে পেয়ে খুশি হয় দুই শিশু। তাদের চোখেমুখে ভেসে ওঠে পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। কাকা পলাশ আবেগাপ্লুত হয়ে বলেন, "বৌদির স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করার। আজকের এই সহায়তা আমাদের সে স্বপ্ন পূরণের পথে সাহস জোগাবে।"

মা-হারা প্রীতম ও প্রিয়সী উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা। বাবা ডাবলু প্রামানিক মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাদের দেখভালের দায়িত্ব কাকা পলাশের ওপর বর্তেছে। প্রীতম স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আর ছোট বোন প্রিয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ছে।

ইউএনও মো. রাকিবুল হাসান এসময় শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার প্রয়োজনে যেকোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সবসময় তোমাদের পাশে আছি।”

জানা যায়, গত ১১ এপ্রিল চিকিৎসার অভাবে মারা যান প্রীতম ও প্রিয়সীর মা পূর্ণিমা। সন্তানদের মানুষ করার স্বপ্ন পূরণ না করেই অকালে বিদায় নিতে হয় তাকে। তাদের বাবা কার্যত অক্ষম হওয়ায় মা-হারা দুই শিশু জীবনের কঠিন সংগ্রামে পড়েছে। তবুও মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow