নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, এসব সম্পদ সম্পূর্ণ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।
What's Your Reaction?






