জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি-র বৈঠক

নিউজ ডেস্কঃ
Dec 10, 2025 - 13:23
 0  3
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি-র বৈঠক
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার বেলা ১২টা ১০ মিনিটে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সিইসি-র সঙ্গে এই বৈঠকে রয়েছেন চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঐতিহ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এই প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকে।

বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেরিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে।

এদিকে, তফসিল ঘোষণার আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ রেকর্ড করার জন্য আজ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলদেশ বেতারকে ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে সিইসি যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow