হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ ওসমান শরীফ হাদিকে বিদায় নয়, বরং তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই জাতি আজ একত্র হয়েছে—এমন আবেগঘন ভাষ্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আমরা আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তত দিন তুমি আমাদের মধ্যে থাকবে।”
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান শরীফ হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জানাজা প্রাঙ্গণে মানুষের ঢল নেমে আসে; দেশ-বিদেশে থাকা কোটি কোটি বাংলাদেশিও এ মুহূর্তে হাদির কথা জানতে তাকিয়ে আছে—এ কথাও উল্লেখ করেন তিনি।
ড. ইউনূস বলেন, “আজ এখানে ঢেউয়ের মতো মানুষ আসছে। সারা বাংলাদেশ অপেক্ষা করছে—হাদির কথা শোনার জন্য। প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো এবং বাংলাদেশ যত দিন আছে, তত দিন সব বাংলাদেশির বুকের মধ্যেই থাকবে।”
তিনি আরও বলেন, “আজ আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, যা দেখিয়ে গেছো—সেগুলো যেন আমরা পূরণ করতে পারি, সেই অঙ্গীকার করতেই আমরা একত্র হয়েছি। এই ওয়াদা শুধু আমাদের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ বহন করবে।” মানুষের প্রতি হাদির ভালোবাসা, বিনয়ী আচরণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মানবপ্রেমের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, এগুলো যেন আমাদের মনে চিরজাগ্রত থাকে এবং আমরা তা অনুসরণ করতে পারি।
হাদির রেখে যাওয়া আদর্শকে “মন্ত্র” হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছো—যা কেউ কোনো দিন ভুলতে পারবে না। ‘চল বলবীর চির উন্নত মম শীর’—এই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে জাতির সঙ্গে যুক্ত থাকবে। জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো বাংলাদেশির মাথা যেন নত না হয়—এই শিক্ষা তুমি দিয়ে গেছো।”
তিনি বলেন, “দুনিয়ার সামনে আমরা মাথা উঁচু করে চলবো, কারও কাছে মাথা নত করবো না—এই অঙ্গীকার বাস্তবায়ন করেই আমরা তোমার মন্ত্র পূরণ করে যাবো।”
নির্বাচনী রাজনীতিতে হাদির ভূমিকার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, “তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং নির্বাচন কীভাবে করতে হয়, তার একটি মানবিক ও শালীন প্রক্রিয়া আমাদের দেখিয়ে গেছো। কীভাবে প্রচার চালাতে হয়, কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের কথা বলতে হয়, কীভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয়—সবকিছুই তুমি শিখিয়ে গেছো। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি এবং তা চালু করতে চাই।”
শেষে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “হাদি, তুমি হারিয়ে যাবে না। কেউ তোমাকে ভুলতে পারবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের সঙ্গে থাকবে। আজ আমরা সবাই মিলে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। তোমার কথা স্মরণ করে আমরা জাতির অগ্রগতির পথে এগিয়ে যাবো।”
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ