একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন
What's Your Reaction?
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খেলা ডেস্কঃ
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। কনমেবল আয়োজিত ড্রয়ে গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপেই তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এছাড়া একই গ্রুপে খেলবে পেরু, ইকুয়েডর ও বলিভিয়া।
টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে প্যারাগুয়েকে নির্বাচন করেছে কনমেবল। স্বাগতিক প্যারাগুয়ে পড়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের সঙ্গী কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। ফাইনাল রাউন্ডের সেরা চার দল ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার টিকিট পাবে।
আগামী বছরের ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র চ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সেলেসাও’রা মোট ১০ বার শিরোপা জিতেছে—২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে।
টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডো ও তাঁর কোচিং স্টাফ বিভিন্ন প্রীতি ম্যাচ আয়োজন করেন। নভেম্বরে আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এরপর প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলায় ৭–০ ব্যবধানে জয় পায় তারা।
এর আগে, অক্টোবরে গায়ানিয়ায় মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩–০ ও ১–০ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। যদিও আরেক ম্যাচে মেক্সিকোর কাছে ১–০ গোলে হেরে যেতে হয় সেলেসাওদের।
সব মিলিয়ে, একই গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান এবারের চ্যাম্পিয়নশিপকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।
Nov 26, 2025 0 5719
Dec 13, 2025 0 488
Nov 20, 2025 0 157
Dec 13, 2025 0 138
Nov 26, 2025 0 136
Dec 20, 2025 0 2
Dec 20, 2025 0 5
Dec 20, 2025 0 7
Dec 20, 2025 0 11
Dec 20, 2025 0 3
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।