ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই ‘টক্সিক’: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
Nov 23, 2025 - 14:52
 0  3
ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই ‘টক্সিক’: পরিবেশ উপদেষ্টা

ঢাকার গণপরিবহন ব্যবস্থা ও নগর পরিকল্পনার চরম অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা ও পঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় সব বাসই ‘টক্সিক’: পরিবেশ উপদেষ্টারিবেশ আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর ভাষ্য—রাজধানীর রাস্তায় চলাচলকারী অধিকাংশ বাসই এখন ‘টক্সিক’; এসব যানবাহন থেকে নির্গত বিপজ্জনক কালো ধোঁয়া বায়ুদূষণকে চরম পর্যায়ে ঠেলে দিচ্ছে।

রবিবার রাজধানীতে আয়োজিত বাংলাদেশ টিওডি (ট্রানজিট–অরিয়েন্টেড ডেভেলপমেন্ট) সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “প্রতিদিন দেখি, একটার পর একটা বাস কালো ধোঁয়া ছাড়ছে। প্রতিটি যেন চলন্ত দূষণ-কারখানা। স্মার্ট পরিবহন নীতি কোথাও দৃশ্যমান নয়। ফলে নভেম্বর-ডিসেম্বরে ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি বিশ্ব তালিকার শীর্ষে উঠে আসে।”

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় পর্যায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণের দায়িত্ব থাকলেও গণপরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনা এমন জায়গায় পৌঁছেছে যে “বাসগুলো মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে”।

এ সময় মেট্রোর স্টেশন নির্মাণে রাজধানীর আনোয়ারা পার্ক ও পান্থকুঞ্জ পার্ক দখলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্মুক্ত স্থান রক্ষা করা বাধ্যতামূলক। তাঁর মতে, ঢাকায় মানুষের আশপাশে নিরাপদ খোলা জায়গা কমে যাচ্ছে, বিশেষ করে ভূমিকম্পসহ বড় দুর্যোগে আশ্রয়ের মতো পর্যাপ্ত মুক্ত স্থান নেই—যা নগরবাসীর জন্য উদ্বেগজনক।

রিজওয়ানা হাসান কঠোরভাবে সতর্ক করে বলেন, “উন্নয়নের নামে পার্ক দখলের সংস্কৃতি চলতে পারে না। উন্মুক্ত স্থান টেকসই নগর পরিকল্পনার বড় সম্পদ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow