ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো কি ফেঁসে যাচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। একটি মানবাধিকার সংস্থা এ বিষয়ে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে।
গত সপ্তাহে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ঠিক আগে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেন ইনফান্তিনো। ফিফা প্রধান এর আগেও মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং সাক্ষাৎকার দেন। মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ারের অভিযোগ, এর মাধ্যমে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়মের ‘চারটি স্পষ্ট লঙ্ঘন করেছেন’।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ফেয়ারস্কয়ার ফিফার এথিকস কমিটিতে একটি অভিযোগপত্র পাঠিয়েছে। চিঠিতে ‘ফিফা শান্তি পুরস্কারের’ উল্লেখ করে বলা হয়েছে, “একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের একটি পুরস্কার প্রদান করা, ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন।” চিঠিতে আরও বলা হয়েছে যে, ফিফা সভাপতির সংস্থার কৌশলগত দিকনির্দেশনা, নীতি ও মূল্যবোধ নির্ধারণ করার কোনো একক কর্তৃত্ব নেই।
তবে এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বিবিসির মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
পুরস্কার প্রদান এবং ইনফান্তিনোর সমর্থন
২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ড্র শুরুর আগে ট্রাম্পকে ‘শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ পদক্ষেপ গ্রহণ’ এবং ‘বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করার’ স্বীকৃতি হিসেবে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে ট্রাম্পকে একটি সোনালি ট্রফির পাশাপাশি একটি পদক ও সনদ তুলে দেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
পুরস্কার তুলে দেওয়ার আগে একটি ভিডিও দেখানোর পর ইনফান্তিনো তাঁর বক্তৃতায় বলেন, “একজন নেতার কাছ থেকে আমরা এটাই চাই” এবং “প্রেসিডেন্ট সাহেব, আপনি সব সময় আমার সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।”
এর আগেও অক্টোবরে ইনফান্তিনো ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছিলেন যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার ‘নিশ্চিতভাবেই পাওয়ার যোগ্য’। গত মাসে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে একটি সাক্ষাৎকারের সময় তিনি বলেন, “আমাদের সবারই (ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে) যা করছেন, তাঁকে সমর্থন করা উচিত। কারণ, আমি মনে করি তিনি বেশ ভালো করছেন।”
ফেয়ারস্কয়ার আরও অভিযোগ করেছে, জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার পর ইনফান্তিনো ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছিলেন, তা ‘প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি তাঁর সমর্থন নির্দেশ করে।’ ফেয়ারস্কয়ারের প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকিগ্যান যোগ করেছেন, “ফিফার অযৌক্তিক পরিচালনা কাঠামো কীভাবে জিয়ান্নি ইনফান্তিনোকে সংস্থার নিয়মগুলিকে প্রকাশ্যে অগ্রাহ্য করার এবং এমনভাবে কাজ করার সুযোগ দিয়েছে, যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থের জন্য বিপজ্জনক এবং সরাসরি বিপরীত।”
ফিফা এথিকস কমিটি
ফিফা এথিকস কমিটি বা ফিফা নৈতিকতা কমিটি হলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিচারিক বিভাগ, যা প্রশাসন ও নির্বাহী অংশ থেকে আলাদা। ফিফা কোড অব এথিকস অনুযায়ী এটি কাজ করে। যেকোনো অভিযোগ বা সন্দেহজনক বিষয়ে এর ইনভেস্টগেটরি চেম্বার তদন্ত করে এবং তদন্ত শেষে অ্যাডজুডিকেটরি চেম্বার সিদ্ধান্ত নেয়।
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ