খোকসা হানাদারমুক্ত দিবস উদযাপনে দোয়া ও আলোচনা সভা
কুষ্টিয়ার খোকসা হানাদারমুক্ত দিবস উদযাপনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে খোকসা উপজেলার ঐতিহাসিক হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান,সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খোকসাকে হানাদারমুক্ত করতে যে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়াই করেছিলেন, তাঁদের ত্যাগ প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে। তরুণদের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, উন্নয়ন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
What's Your Reaction?
সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া