সালথায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় মহান স্বাধীনতার ইতিহাস এবং বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর এবং আব্দুল কাদের মোল্যা প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে স্মরণীয় ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয়ভাবে বিজয় মেলার আয়োজন।
সভায় বক্তারা উল্লেখ করেন, স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এসব জাতীয় দিবস গুরুত্বসহকারে পালন অপরিহার্য। সবাইকে অংশগ্রহণমূলকভাবে দিবসগুলো উদযাপনের আহ্বান জানানো হয়।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ